চলমান সংবাদ

টেস্ট রাইডের নামে মোটরসাইকেল নিয়ে চম্পট, গ্রেপ্তার ১

নগরীর জেল রোডে মোটরসাইকেল কিনতে এসে টেস্ট রাইডের নামে অন্যজনের বাইক চুরির অপরাধে মো. একরামুল হক একরাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার একরামুল বাজালিয়া ইউনিয়নের মোতালেবের বাপের বাড়ির মৃত আব্দুল সালামের ছেলে। পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি ইস্তিহান ইবনে সিনহা (২৪) ও আসিফুর রহমান সজীব (২৩) নামের দুই ব্যক্তি মোটরসাইকেল বিক্রির জন্য বিক্রয় ডট কম নামের একটি অনলাইন শপে পোস্ট দেয়। পোস্টটি দেখে মো. একরামুল হক তাদেরকে মোটরসাইকেল নিয়ে আমানত শাহ মাজারের গেইটের সামনে দেখা করে। একপর্যায়ে মোটরসাইকেলটি টেস্ট ড্রাইভ দেওয়ার কথা বলে বান্ডেল রোডের দিকে যায় একরাম। পরে কোতোয়ালী মোড়ে সার্জেন্ট লাইসেন্স না থাকায় আটক করে রেখেছে বলে জানিয়ে চম্পট দেয় একরাম। পরে তারা কোতোয়ালী থানায় এসে মামলা করলে পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযানে নামে। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, গ্রেপ্তার একরামুল একটি মুরগীর ফার্মে চাকরি করে। পাশাপাশি প্রতারণা করে মোটরসাইকেল চুরি করে। সে বিক্রয় ডট কমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বিক্রয় ডট কমে পোস্ট দেখলেই মোটরসাইকেল ক্রয়ের কথা বলে বিক্রয়কারীর সাথে দেখা করে। একপর্যায়ে টেস্ট ড্রাইভের কথা বলে অভিনব কৌশলে মোটরসাইকেল হাতিয়ে নিয়ে যায়। এজাহার দায়েরের পরে অভিযান চালিয়ে সাতকানিয়ায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
# ২৮.০২.২০২২ চট্টগ্রাম #