মতামত

সিপিবি’র দ্বাদশ কংগ্রেসঃ নেতা-কর্মীদের প্রত্যাশা

– মেহনতি মানুষের চাওয়া-পাওয়া, আশা-আকাংখা মেটাতে সক্ষম নেতৃত্বকেই নতুন কমিটিতে দেখতে চাই

– কলিমুল্লাহ কলিম

 আগামী ২৫-২৮ ফেব্রুয়ারী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বাদশ কংগ্রেসকে সামনে রেখে ইতিমধ্যেই সারা দেশে বিভিন্ন জেলা ও শাখা কমিটিগুলোর সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।মাঠ পর্যায়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, দ্বাদশ কংগ্রেসকে ঘিরে ইতিমধ্যেই দলের তৃণমূল পর্যায়ে কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। দলের কংগ্রেস নিয়ে তাদের প্রত্যাশা অনেক। প্রগতির যাত্রী ডট কম এর পক্ষ থেকে সিপিবির তৃণমূল কর্মী থেকে কেন্দ্রীয় নেতাসহ নানা পর্যায়ের নেতা-কর্মীদের কাছে জানতে চাওয়া হয়েছে দুটো বিষয়ঃ কংগ্রেসে কেমন নীতিগত সিদ্ধান্ত চান ও সম্মেলনে কেমন নেতৃত্ব আশা করছেন।

এ পর্যায়ে মতামত জানিয়েছেন কক্সবাজার জেলা সিপিবির সদস্য ও জেলা খেলাঘর সাধারণ সম্পাদক কলিমুল্লাহ কলিম। “

কলিমুল্লাহ কলিম (ফাইল ছবি)

আমরা একটা শোষণমুক্ত সমাজব্যবস্হা কায়েম করতে চাই। একটা দুর্নীতিমুক্ত, বাজার সিন্ডিকেটমুক্ত দেশ চাই। এজন্য বিদ্যমান সরকার বদল করে নতুন দেশপ্রেমিক ও বাম-প্রগতিশীল শক্তিকে ক্ষমতায় দেখতে চাই। দেশের বৃহত্তম বামদল হিসেবে সিপিবির শ্রমিক-কৃষক-সংস্কৃতিকর্মী-রাজনীতিবিদ সহ সকল পর্যায়ের জনগণের গ্রহনযোগ্যতা ব্যাপক। তাই সিপিবি-ই পারে আওয়ামীলীগ-বিএনপির দ্বিদলীয় বৃত্তের বাইরে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে পারে এমন সরকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে। তাই আগামীতে বিপ্লবী গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে পারবে এবং মেহনতি মানুষের চাওয়া-পাওয়া, আশা-আকাংখা মেটাতে পারবে তেমন নেতৃত্বকেই নতুন কমিটিতে দেখতে চাই।”