চলমান সংবাদ

চট্টগ্রামে একুশে বইমেলা শুরু হচ্ছে কাল থেকে

চট্টগ্রামে আগামী রোববার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আয়োজিত এবারের বইমেলায় চট্টগ্রাম ও ঢাকার প্রকাশনা সংস্থাগুলোর ১২০টি স্টল থাকছে। ১ লাখ ৩০ হাজার বর্গফুটের বাইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলায় বঙ্গবন্ধু কর্নার, নারী লেখক কর্নার, শিশু কর্নার ও ওয়াইফাই জোনও থাকছে। আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহ্বায়ক চসিক কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু। লিখিত বক্তব্যে তিনি বলেন, মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননকে নিবেদিত এবারের মেলা প্রাঙ্গণে থাকছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্ণার। পাশাপাশি থাকবে লেখক আড্ডা, নারী লেখক, শিশু কর্ণার এবং ওয়াইফাই জোন। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তায় পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি নেটওর্য়াকের আওতাভুক্ত থাকবে। মুক্তিযুদ্ধোদের জন্য থাকবে সংরক্ষিত আসন। চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, মেলা মঞ্চে প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উম্মোচন ও বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৯ দিনব্যাপী এবারের মেলায় অনুষ্ঠামালার মধ্যে- মাতৃভাষা দিবস, লোক উৎসব, রবীন্দ্র উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বিতর্ক উৎসব, নজরুল দিবস, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, চাটগাঁ উৎসব, যুব উৎসব, পেশাজীবী সমাবেশ, ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা অনুষ্ঠান, ছড়া উৎসব এবং ১০ মার্চ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বইমেলায় জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধ-বাঙালি সাংস্কৃতি, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর চেতনা বিরোধী কার্যক্রম ও গ্রন্থ প্রশ্রয় দেয়া হবে না। আয়োজকরা জানান, দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গণের বরেণ্য ব্যক্তিবর্গ বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহন করবেন। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠান পালন করা হবে এবং মেলার প্রবেশমুখে থাকবে করোনা প্রতিরোধক বুথ। আগামী রোববার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী মেলার উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমদ, চসিক সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মেলা কমিটির সদস্য সচিব চসিক’র প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, যুগ্ম সম্পাদক ও সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু, কবি ওমর কায়সার, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, প্রকাশক-গবেষক জামাল উদ্দিন, সাইফুদ্দিন আহমেদ সাকী, কবি অভীক ওসমান, কবি কামরুল হাসান বাদল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস প্রমুখ।
# ১.৯.০২.২০২২ চট্টগ্রাম #