শিল্প সাহিত্য

CAN YOU

-রুখসানা বিলকিস (শান্তা)

CAN YOU
রুখসানা (শান্তা)

If I come down from a heigh hill to the green path, only for you,
If I be a fairy for you roaming in the blue sky,
If I leave everybody only for you,

তবে তুমিও কি পারবে আমার মতন করে
চলে আসতে সব কিছু ছেড়ে?
পারবে কি তুমি যোজন যোজন মাইল পাড়ি দিয়ে আসতে এ হৃদয়ের ডোরে?

If you can come,
hold my hand and make a new world
with lots of flower where thousands of birds will be singing for us.

ক্লান্ত শরীরে রাঙা শিশিরে বসব দু’জন,
শুনব পাখিদের কুজন।
লুটাবে মোদের হাজার সুখের কথা,
ভোরের কিরণে উড়িয়ে দিব সকল অজানা ব্যাথা।

Will you remember me If I no more in this world?
দু’ফোটা অশ্রু কি তখন ঝরবে আমার তরে?
Will you hug again anyone else?
না কি করবে আমার স্মৃতিতে গাহন সকলের অগোচরে?

রুখসানা বিলকিস(শান্তা): প্রাক্তন ছাত্রী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।