চলমান সংবাদ

সততার পুরস্কারঃ চাকরি হারিয়েছেন সৎ ও দুর্নীতি বিরোধী দুদক কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়েছিল।

জানা যায়, শরীফ উদ্দিন চট্টগ্রামে কর্মরত অবস্থায় রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার করায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা, অবৈধ গ্যাসসংযোগ দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মো. মুজিবুর রহমান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক সরোয়ার হোসেন, সাবেক মহাব্যবস্থাপক মো. আলী চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসেন। এ ছাড়া চট্টগ্রাম–কক্সবাজার হাইওয়েসংলগ্ন বাইপাস রোড এলাকায় পিবিআই কার্যালয় নির্মাণের জন্য জমি অধিগ্রহণের দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন দিয়ে মামলার সুপারিশ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ, রেলসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির ঘটনার তদন্তে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাদের নাম থাকায় আলোচনায় ছিলেন শরীফ।

এ ঘটনায় সারাদেশে সচেতনত মহলে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে একে দুর্নীতির বিরুদ্ধে সততার পুরস্কার বলেও অবিহিত করেছেন।

# ১৭/০২/২০২২, চট্টগ্রাম #