চলমান সংবাদ

চা শ্রমিকদের দৈনিক ন্যুনতম মজুরি ৫০০ টাকা ঘোষণা করার দাবি

মাত্র ১২০ টাকা মজুরির প্রহসনের ঘোষণা বাতিল করে চা শ্রমিকদের নূন্যতম নগদ মজুরি দৈনিক ৫০০ টাকা ঘোষণা, চা শ্রমিকদের ভুমির অধিকারের স্বীকৃত, চা-জনগোষ্টির প্রতিটি কর্মক্ষম মানুষের কাজের নিশ্চয়তা বিধান, চা শ্রমিক পরিবার কে আবাসস্থল থেকে উচ্ছেদের বিধান বাতিলসহ ৭ দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে “বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন” এর কেন্দ্রীয় প্রতিনিধি সভা ১৩ ফেব্রুয়ারী ২০২২, সকাল ১১ টায়, মৌলভীবাজারের মৌলভী চা বাগানে অনুষ্ঠিত হয়। করিমপুর ইউনিয়নের নির্বাচিত মেম্বার, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় নেত্রী কাজল রায়ের সভাপতিত্বে এবং চা শ্রমিক ফেডারেশনের অন্যতম উপদেষ্টা আবুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর, অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, অ্যাডভোকেট জোনায়েদ আহমেদ, প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় প্রতিনিধি সভা প্রস্তুতি কমিটির আহবায়ক বিপ্লব মাদ্রাজি পাশি, সদস্য সচিব দীপঙ্কর ঘোষ, মৌলভী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জ্ঞান ওঁরাও, করিমপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গনেশ নাইডু, হামিদিয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অনন্ত ওঁরাও, চানপুর চা বাগানের খায়রুন আক্তার, মিরতিঙ্গা চা বাগানের প্রেম কুমার পাল, মৌলভী চা বাগানের কীরন বৈদ্য, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, বিকল্প আবাসন ব্যবস্থা নিশ্চিত করা ছাড়া চা শ্রমিকদের কোনো অবস্থায় আবাসস্থল থেকে উচ্ছেদ করা যাবেনা। এই সংক্রান্ত শ্রম আইন এবং শ্রম বিধিমালার ধারা ও বিধি সমুহ সংশোধন করতে হবে। নিত্যপণ্যের বাজারমূল্য বিবেচনায় নিয়ে মজুরি বোর্ডের ঘোষিত মজুরি বাতিল করে দৈনিক ন্যূনতম মজুরি ৫শত টাকা নির্ধারণের দাবি জানান।