চলমান সংবাদ

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ দুই বোনের মৃত্যু

 নগরীর বাকলিয়ায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে দগ্ধ কলেজ পড়–য়া দুই বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সামিয়া খালেদ শ্রাবনীর (১৮) মৃত্যু হয়। এর আগেরদিন রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে একই হাসপাতালে বড় বোন সাবরিনা খালেদ এনির (২৪) মৃত্যু হয়। গত ৩ ফেব্রুয়ারি সকালে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল চান্দাপুকুর পাড় এলাকায় বিসমিল্লাহ টাওয়ার নামে একটি ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণের পর সৃষ্ট দগ্ধ হন ওই বাসার বাসিন্দা দুই বোন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, সিলিন্ডারের পাইপ লাইনে লিকেজ অথবা চালু থাকা চুলা থেকে নির্গত গ্যাস জমে বিস্ফোরণ হয়। এতে দুই বোন যে বাসায় থাকত, সেটিসহ আশপাশের আরও দু’টি বাসার দরজা-জানালাসহ আসবাবপত্র বিধ্বস্ত হয়। দগ্ধ সাবরিনা (২৩) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সামিয়া (১৮) একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলায়। আগুনে দগ্ধ দুই বোনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় নেওয়া হয়। মারা যাওয়া দওই বোনের বাবা মো. আলাউদ্দীন বলেন, চমেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে রোববার এনি ও সোমবার শ্রাবণী মারা যায়।
# ০৭.০২.২০২২ চট্টগ্রাম #