চলমান সংবাদ

বন্ধ ক্যাম্পাসেও চবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

করোনা মহামারিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস বন্ধ থাকলেও থেমে নেই চবি ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যকার অন্তঃকোন্দল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চবি ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সংঘর্ষ প্রতিনিয়ত লেগেই আছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের বগি ভিত্তিক দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়। জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বিজয় গ্রুপের অনুসারী ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান জিকুকে মারধর করে সিএফসি গ্রুপের অনুসারীরা। দুই পক্ষের অনুসারীদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এসময় সিএফসি গ্রুপের অনুসারীরা শাহ আমানত ও বিজয় গ্রুপের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলায় একজন আহত হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, আমরা সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেবো। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
# ০৭.০২.২০২২ চট্টগ্রাম #