চলমান সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কার, সীতাকুণ্ডে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকার সীতাকুণ্ডে সংস্কার কাজ চলায় দীর্ঘ যানজটের দেখা দিয়েছে। শনিবার দুপুর ১২টায় ভাটিয়ারীর মাদাম বিবিরহাট থেকে শুরু হওয়া এই যানজট ঠেকেছে নগরের সিটি গেইট এলাকা পর্যন্ত। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো আটকে গেছে মাদাম বিবিরহাটের দক্ষিণ দিকে পাক্কা মসজিদ ছাড়িয়ে বড় কুমিরায়। সব মিলিয়ে উভয় দিকে ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভো. এরও অধিক সড়ক জুড়ে তীব্র যানজটে পড়েন নানামুখি গন্তব্যের মানুষ। যানজটে আটকে থাকা স্থানীয় সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, নগরের অলংকার থেকে বার আউলিয়া আসতে সময় লাগে ২০ মিনিট। যানজটের কারণে আজ সময় লেগেছে ৪ ঘণ্টা। ৩ ঘণ্টা ধরে গাড়িতে বসে থাকা এক যাত্রী জানান, অলংকার থেকে গাড়িতে উঠে ১ কি.মি সড়ক পাড়ি দিতে সময় লেগেছে ৪৫ মিনিট। এই গতিতে গাড়ি চললে সীতাকুন্ড সদরে পৌছাঁতে ৭/৮ ঘণ্টা সময় লাগবে। ঢাকাগামী আরাফাত নামের এক ব্যক্তি বলেন, গাড়িতো নড়ছেইনা। ঢাকা পৌছাঁতে কয়দিন লাগে আল্লাহ জানেন। সওজ ও জনপথ অধিদপ্তরের সীতাকুণ্ডের উপ-প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান, সড়কের ১৫০ মিটারের মত অংশ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সংষ্কার করা হয়েছে। যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। এই কাজে ৪ ঘণ্টার মত সময় লেগেছে। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, সড়কে সংষ্কার কাজের কারণে এই যানজটের সৃষ্টি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

# ২৯.০১.২০২২ #