চলমান সংবাদ

বাঁশখালীর পৌর মেয়র নৌকার তোফায়েল

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফায়েল বিন হোসাইন। রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন। যদিও নির্বাচন শুরু হওয়ার সাড়ে ৪ ঘণ্টার মাথায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী। ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফায়েল বিন হোসাইন পেয়েছেন ১৪ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী পেয়েছেন ১ হাজার ৩৬৫ ভোট। এ ছাড়া কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আনসুর আলী তালুকদার, ২ নম্বর ওয়ার্ডে কাঞ্চন বড়–য়া, ৩ নম্বর ওয়ার্ডে জামশেদ আলম, ৪ নম্বর ওয়ার্ডে আরিফ মঈনুদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসহাক, ৬ নম্বর ওয়ার্ডে আকতার হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আবদুল গফুর, ৮ নম্বর ওয়ার্ডে প্রণব দাশ ও ৯ নম্বর ওয়ার্ডে বদিউল আলম নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল বিন হোসাইন জয়লাভ করেছেন। নির্বাচনে ভোট পড়েছে ৫৮ দশমিক ২৯ শতাংশ। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান ও বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন । প্রসঙ্গত বাঁশখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে কেন্দ্র ছিল ১১টি। মোট ২৬ হাজার ৯৮০ জন ভোটার রয়েছে। নির্বাচনে মেয়র পদে দুই জন, সংরক্ষিত মহিলা কাউন্সিরল আসনে ১০ জন, সাধারণ পুরুষ কাউন্সিলর ৪৪ জন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে বিজিবি, র‌্যাব ও পুলিশ নিয়ে তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী এবং ৯ জন ম্যাজিস্ট্রেটের সার্বক্ষণিক নিয়ন্ত্রণে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট প্রয়োগ করেন। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেট, অস্ত্রসহ ৮জন পুলিশ, ৯জন আনসার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ম্যাজিষ্ট্রেটসহ দুই প্লাটুন বিজিবি, একব প্লাটুন র‌্যাব দায়িত্ব পালন করছেন।
# ১৬.০১.২০২২ চট্টগ্রাম #