চলমান সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার পর ক্রসফায়ারে বিরতি?

বাংলাদেশে ক্রসফয়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে৷ ১০ ডিসেম্বর পুলিশ ও ব়্যাবের সাত শীর্ষ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর গত ৩৪ দিনে একটিও ক্রসফায়ারের ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি৷

ফাইল ছবি ফাইল ছবি

কিন্তু তার কয়েক ঘণ্টা আগেও ক্রসফায়ার হয়েছে৷ ১০ ডিসেম্বরের আগের পাঁচদিনে ক্রসফয়ারে পাঁচজন নিহত হয়েছেন৷

তবে ক্রসফায়ার সাময়িক বন্ধের ঘটনা এটাই প্রথম নয়৷ এর আগেও ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারে পুলিশের হাতে ক্রসফায়ারের নামে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর কিছুদিন ক্রসফায়ার বন্ধ ছিল৷

২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হককে বন্দুকযুদ্ধের নামে হত্যার ঘটনার পর একটি অডিও প্রকাশ হওয়ায় ক্রসফায়ার নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল৷

সিনহা হত্যায় জড়িতরা বিচারের মুখোমুখি হলেও একরামের পরিবার গত প্রায় চার বছরে  কোনো মামলাই করতে পারেনি৷

একরামকে হত্যার পর তার স্ত্রী আয়েশা বেগম তার দুই কন্যাকে নিয়ে ভয়ে এলাকা ছাড়তেও বাধ্য হয়েছিলেন৷ এখন অবশ্য আবার টেকনাফের বাড়িতে ফিরে এসেছেন৷

সূত্রঃ ডয়চে ভেলে