চলমান সংবাদ

সৈকতে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রাম বিচ ম্যানেজম্যান্ট কমিটি গঠন

চট্টগ্রামের পতেঙ্গাসহ সৈকতগুলোকে ঘিরে নানা অবস্থাপনা ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। এসব এলাকায় বিচ ম্যানেজমেন্ট কমিটি থাকলেও তার কার্যকর ভূমিকার দেখা মিলেনি কখনো। তাই এবার চট্টগ্রামের পতেঙ্গা-পারকিসহ জেলার সব সমুদ্র সৈকতের সুষ্ঠু ব্যবস্থাপনা, পর্যটন উন্নয়ন ও সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় করতে গঠন করা হয়েছে ‘চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটি’। মঙ্গলবার (১১ জানুয়ারি) বেসরকারি পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. সফিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মমিনুর রহমানকে সভাপতি করে গঠিত এ কমিটি গঠন করা হয়। এতে জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (জেলা প্রশাসক কর্তৃক মনোনীত), গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিচ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাহী কর্মকর্তা, পর্যটন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত দুজন ব্যক্তি, জেলা প্রশাসন কর্তৃক মনোনীত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ /বিশেষজ্ঞ/ সাংবাদিক পাঁচ জন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এবিষয়ে জেলা প্রশাসকের স্টাফ অফিসার পিযুষ কুমার চৌধুরী বলেন, চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটি আগেও ছিল। এখন সেটার পুনর্গঠন করা হয়েছে। মূলত বিচের অনিয়ম হয়রানি ও অব্যবস্থাপনারোধে কাজ করবে এই কমিটি।
# ১১.০১.২০২২ চট্টগ্রাম #