চলমান সংবাদ

সীতাকুন্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, আহত ৪

চট্টগ্রামের সীতাকুন্ডের শীতলপুর চৌধুরীঘাটা সংলগ্ন সমুদ্র উপকূলে অবস্থিত যমুনা শিপ ব্রেকিং ইয়ার্ডে ভয়াবহ আগুনে ২ শ্রমিক দগ্ধসহ ৪জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় এই আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শনিবার সকাল সাতটায় প্রতিদিনের মতো কাজে যোগ দেয় যমুনা শিপইয়ার্ডের শ্রমিকরা। কিন্তু সকাল সাড়ে আটটায় জাহাজের একটি প্লেট কাটার সময় হঠাৎ একটি আগুনের স্ফুলিঙ্গ উপরে ওঠে বিকট শব্দে আগুন লেগে যায়। এসময় ৫ জন শ্রমিক গুরুতর আগুন দগ্ধ হয় এবং তাদের মধ্যে দুইজন জাহাজ থেকে লাফিয়ে পড়ার সময় পা ভেঙে যায়। আহতরা হলেন, নাটোর জেলার গোবিন্দদাসপুর উপজেলার মো. সোহেল রানা (২৫), বগুড়ার আদমদিঘী উপজেলার জাহিদ হাসান (২৬), রংপুরের পীরগঞ্জ উপজেলার মো. মিজানুর রহমান মিলন (৪০), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. ফিরোজ (২৪)। আহত অন্য শ্রমিকের নাম জানা যায়নি। তাদের মধ্যে আহত জাহিদ ও সোহেল রানার অবস্থা আশংকাজনক। তাদের দুজন চমেক হাসপাতালের ৩৬ নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ও বাকিদের ২৬নং অর্থোপেডিক্স সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তারা সবাই ওই শিপইয়ার্ডের কাটারম্যান ছিলেন। এ ঘটনার পর সীতাকুন্ড মডেল থানার পুলিশের একটি টিম যমুনা শিপইয়ার্ডে অবস্থান করছেন। সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, যমুনা শিপ ইয়ার্ডে একটি পুরনো জাহাজে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দুইজন দগ্ধ হন। বাকি দুইজন বিস্ফোরণের পর জাহাজ থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হন। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে। কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে সেখানে যাই। কিন্তু আমাদের বলা হয়েছে, আগুন নিভে গেছে এবং আমাদের কিছু করতে হবে না। পুলিশও আমাদের বিষয়টি নিশ্চিত করেছে। যমুনা শিপইয়ার্ডের ম্যানেজার মেসবাহ উদ্দিন বলেন, জাহাজের প্লেট কাটার সময় আগুন লেগেছে। আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আমরা বিষয়টি দেখছি। আগুন এখন নিভে গেছে। তবে ২ জন শ্রমিকের অবস্থা আশংকাজনক হওয়ার বিষয়টিকে তিনি হালকাভাবে নিয়ে বলেন, আশা করি সমস্যা হবে না।
# ২৫/১২/২০২১, চট্টগ্রাম #