চলমান সংবাদ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১২ বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামের বটতল এলাকায় অগ্নিকাণ্ডে ১২ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় মোহাম্মদ কালুর বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এ সময় আগুন নেভাতে এবং উদ্ধারকাজে অংশ নিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যায়। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে মো. কালুর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নি কাণ্ডের সুত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কালু, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আমিরুজ্জমান, মোহাম্মদ মালেকুজ্জামান, মোহাম্মদ বাদশাহ মিয়া, মোহাম্মদ সোহেল ঘরসহ মোট ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তদের একজন হলেন মো. ইউনুস বলেন, ‘১২টি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফ্রিজসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’ এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার কাজ চালিয়ে যায়। এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।’ # ২৪.১২.২০২১ চট্টগ্রাম #

Pritom

Pritom Das
লোহাগাড়ায় শেষ মুহূর্তের প্রচারণায়ও আচরণবিধি লঙ্ঘন, ১৪ মামলা চট্টগ্রামের লোহাগাড়ায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও ৬ সদস্য প্রার্থীর সমর্থককে ১৪টি মামলায় ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল থেকে রাত ৮টা পযর্ন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এসময় লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম উপস্থিত ছিলেন৷ এদিকে, ১২ টার পর শেষ হচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীদের গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ৬ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
# ২৪.১২.২০২১ চট্টগ্রাম #