চলমান সংবাদ

চট্টগ্রাম নগরীর ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ভ্যাকসিনের আওতায়

চট্টগ্রাম মহানগরীর ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকদের মাঝে করোনা টিকা কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর পোর্টকানেক্টিং রোডের বন্দর ইষ্ট কলোনি এলাকায় করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। গতকাল থেকে শুরু হওয়া এ টিকা কার্যক্রম চলবে আগামী সোমবার পর্যন্ত। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, পরিবহন শ্রমিকরা সুরক্ষিত না থাকলে পরিবহন মালিক পক্ষও সুরক্ষিত থাকবেনা, দেশের অর্থনীতির চাকাও সচল থাকবেনা। সরকারের নির্দেশনায় তাদের প্রত্যেককে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। পরিবহন শ্রমিকদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা থাকলেও কোন কারণে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের বিশেষ ব্যবস্থায় টিকার আওতায় আনা হবে। চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মো. এয়াছিন চৌধুরী বিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত টিকা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, মো. সুমন প্রমুখ। প্রথমদিন ১ হাজার পরিবহন শ্রমিককে অ্যাস্ট্রোজেনেকার প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়। আগামী ২ মাস পর তাদেরকে ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে। # ২৫.১২.২০২১ চট্টগ্রাম #