চলমান সংবাদ

চট্টগ্রামে সবজির দাম চড়া মাছ-মুরগিও বিক্রি হচ্ছে বাড়তি দামে

বলা হয়- শীতকাল সবজির সময়। উৎপাদন ও সরবরাহ ভালো থাকে বলে বাজারে শীতকালে সবজির দামও কম থাকে। কিন্তু ডিসেম্বরের শেষ সময়ে এসেও ক্রেতার নাগালে আসেনি শীতের সবজির দাম। ৫০ টাকার কমে কোন সবজি বাজারে পাওয়া যাচ্ছে না। কোন কোন সবজির দাম ৭০-৮০ টাকারও বেশি। সরবরাহ ভালো থাকার পরও শীতের সবজির দাম বেশি থাকায় ক্ষোভ প্রকাম করছেন সাধারণ ক্রেতারা। অন্যান্য বছরগুলোতে যেখানে ২০ থেকে ২৫ টাকায় শীতের সবজি পাওয়া যায় সেখানে এখন ৫০ টাকাতেও মিলছে না এসব সবজি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে নগরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিকেজি শিম ৫০ টাকা, টমেটো ৬০ টাকা, শসা ৫০, লাউ ৬০, গাজর ৫০, গোল বেগুন ৫৫ থেকে ৬০, লম্বা বেগুন ৪০, করলা ৫০, মুলা ৪০, ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। করলার কেজি প্রতি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পাহাড়তলী বাজারে সবজি বিক্রেতা নুর উদ্দীন বলেন, বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট, সামাজিক অনুষ্ঠানে সবজির চাহিদা বেড়েছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনেও খরচ বেড়েছে। তাই সবজির দামটা বেড়েছে। সবজির দাম ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। মুরাদপুরের বাসিন্দা মিজানুর রহমান নামে এক ক্রেতা বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহে ঘাটতি নেই। তবুও কেন কমছে না সবজির দাম? সব সবজির দাম বাড়তি। শীতকালেও যদি বেশি দামের জন্য সবজি খাওয়া না যায়, তাহলে…। ছোট চাকরি করে এমনিতেই সংসার চালানো দায়। এরমধ্যে সবকিছুর দাম এভাবে বাড়তে থাকলে আমাদের মতো মধ্য ও নিম্ন আয়ের মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়বে। এদিকে খুচরা বাজারে প্রতিকেজি ভারতীয় পেয়াজ ৪৫, মিয়ানমারের পেঁয়াজ ৪০ ও দেশি পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়া রসুন ১৬০, আদা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজারেও মিলছে না স্বস্তি। প্রতিকেজি রুই-কাতলা ২৮০ থেকে ৩শ’ টাকা, শোল মাছ ৫৫০, শিং ও টাকি ৩৫০, তেলাপিয়া ও পাঙ্গাস ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০, দেশি মুরগি ৪৫০, লেয়ার ২৫০ ও সোনালি মুরগি ৩শ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি বিক্রেতা মোহাম্মদ আলমগীর বলেন, এখন শীতকালে পিকনিকসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাত্রা বেড়ে গেছে। তাই মুরগির দামটা গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি।
# ২৪.১২.২০২১ চট্টগ্রাম #