চলমান সংবাদ

এক দোকানেই মিলত জাতীয় পরিচয়পত্রসহ সকল সনদ

চোখের পলকেই জুনায়েদ বানাতো এসব সনদ জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান সার্টিফিকেট, নাগরিক সনদ, জন্মসনদ- সবকিছুই পাওয়া যেত জুনায়েদুল ইসলাম (২৮) নামে এক যুবকের কাছ থেকে। নগরীর বাকলিয়ার মিয়াখান নগর এলাকার একটি কম্পিউটারের দোকানে বসে চোখের পলকেই বানিয়ে ফেলতো সব। দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে এসব ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্মসনদসহ নানা ধরনের সনদ তৈরি করে প্রতারণার করে আসলেও, জুনায়েদ এতদিন ছিল ধরা-ছোঁয়ার বাইরে। অবশেষে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর দক্ষিণ বাকলিয়া মামুনুর রশিদ মার্কেট থেকে জুনায়েদুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক জুনায়েদ পটিয়া উপজেলার উত্তর কৈয়াগ্রামের মো. ইউনুসের ছেলে। শুক্রবার (২৪ ডিসেম্বর) র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল জানান, বাকলিয়ার একটি দোকানে বসে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে প্রতারণার করে আসছিলো জুনায়েদুল ইসলাম। অভিযোগ পেয়ে সেই দোকানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। এছাড়া ভুয়া জাতীয় পরিপচপত্রসহ ভুয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে এসব সনদ তৈরি করে প্রতারণা করতো সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জুনায়েদ ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের ভুয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করেছে। জুনায়েদুল দীর্ঘদিন ধরে সরকারি নিবন্ধনকৃত প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই ষ্টেশনারি দোকানের সাইনবোর্ডের আড়ালে অসাধুভাবে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ তৈরি করে আসছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা। # ২৪.১২.২০২১ চট্টগ্রাম #