চলমান সংবাদ

রেলগেটে ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষে ৩জনের মৃত্যু বাসচালক ও গেটম্যানকে দায়ী করে তদন্ত প্রতিবেদন জমা

চট্টগ্রাম নগরের খুলশীর ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে সিএনজি-বাসের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রেলওয়ের গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদন এ ঘটনায় বাসচালক শহিদুল আলম সংঘর্ষের জন্য দায়ী ও গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে দায়িত্বে অবহেলার দায়ী করা হয়েছে। পাঁচ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যানের অবহেলা ছিল। ঘটনার দিন গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়া ঝাউতলা রেল ক্রসিংয়ের একপাশে ব্যারিয়ার ফেলেননি। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে কমিটির সমস্যরা। পাশপাশি ভবিষ্যতে রেল লেভেল ক্রসিং এলাকায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে এই সুপারিশটি বাস্তবায়ন করতে বলা হয়েছে। অন্যদিকে প্রতিবেদনে বাসচালক শহিদুল আলমকে সংঘর্ষের জন্য দায়ী করা হয়েছে। বর্তমানে বাসচালক শহিদুল আলম ও গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়া কারাগারে আছেন। গেটম্যান আশরাফুলকে পদ থেকে বহিস্কার করা হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঝাউতলার দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করার পরপরই আমরা ঘটনা সম্পর্কে জানতে ভিডিও ফুটেজ সংগ্রহ করি ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলি। ভিডিও ফুটেজে দেখা যায়, বাসচালক বেপোরোয়া গতিতে এসে তিনটি গাড়িকে ধাক্কা দেয়। গাড়িটি নিয়ন্ত্রণে থাকলে এ দুর্ঘনায় তিনটি প্রাণ যেতো না। পুরো ঘটনা তদন্ত করে ৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রেলওয়ের গঠিত তদন্ত কমিটি। উল্লেখ্য গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরের খুলশীর ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে সিএনজি-বাসের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় রেলওয়ে পুলিশের পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিতে সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক করা হয়েছিল। সদস্য হিসেবে ছিলেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ, সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) ফারুক হোসেন, সহকারী যান্ত্রিক প্রকৌশলী (এমই) অপারেশন বজরুল রহমান ও অপরজন সহকারী সার্জেন্ট চট্টগ্রাম।
# ১৪.১২.২০২১ চট্টগ্রাম #