চলমান সংবাদ

গোয়েন্দা পুলিশ সেজে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ৪

নগরীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে তল্লাশির নামে এক সিঅ্যান্ডএফ কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালিয়ে পুলিশ মোটরসাইকেলটিও উদ্ধার করেছে। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে মোটরসাইকেলটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে টানা ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার চারজন হলেন- সেলিম (৩০), কাশেম (২০), ইলিয়াছ (২৯) ও সাব্বির (২০)। ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়–য়া জানান, নগরীর আগ্রাবাদে তামিম এক্সপ্রেস লিমিটেড নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে কাস্টমস সরকার হিসেবে কর্মরত আলহাজ্ব আলী (২৪) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তুহিনকে নিয়ে অফিস থেকে তার মোটরসাইকেলে করে আগ্রাবাদ জাম্বুরি পার্কে বেড়াতে যাচ্ছিলেন। এসময় আরেকটি মোটরসাইকেলে দু’জন এসে তাদের গতিরোধ করেন। নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে মোটরসাইকেল তল্লাশি করা হবে বলে জানান। তাদের সহযোগী আরও দু’জন ঘটনাস্থলে আসেন। তল্লাশির সময় একজন আলীর মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। আলী চিৎকার দিয়ে তাদের কাছে ডিবির পরিচয়পত্র দেখাতে বলেন। এসআই অর্ণব বলেন, ‘আইডি কার্ড দেখাতে বলার পর চারজন মিলে আলীকে বেধড়ক পেটায়। তার নাক, চোখের একাংশ মারাত্মক জখম হয়েছে। মারধর করে আলীরসহ দু’টি মোটরসাইকেলে করে চলে যাওয়ার সময় আলী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছিনতাইকারীদের মোটরসাইকেলের ছবি তুলে রাখেন। এরপর ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আলীর কাছ থেকে মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চার আসামিকে শনাক্ত করি। তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে অবস্থান নিশ্চিত হয়ে বন্দর থানার অধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি। রাতভর অভিযানে বন্দর আবাসিক এলাকার ভেতরে রাখা আলীর ছিনতাই করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন জানিয়েছেন- তারা মূলত মোটরসাইকেল চোর। আরও ছয়-সাতটি মোটরসাইকেল চুরির তথ্য তারা দিয়েছেন। প্রথমবার ডিবি পরিচয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করতে গিয়েই তারা ধরা পড়েছেন। আহত আলী নগরীর মা ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ডবলমুরিং থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
# ১৪.১২.২০২১ চট্টগ্রাম #