চলমান সংবাদ

চট্টগ্রামের ওয়েলফুডকে ৩ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের

নগরের চান্দগাঁও থানাধীন বিসিক কালুরঘাট ভারী শিল্প এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন ও বেকারিপণ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে ওয়েলফুড কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশপাশি ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। চসিক সূত্র জানায়, ওয়েলফুড কারখানা ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্ব পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে কাজীর দেউড়ি বাজার, চকবাজার ও কর্ণফুলী বাজারে অভিযান চালানো হয়। অভিযানে চকবাজারের একটি দোকানে পলিথিন ব্যাগ পাওয়ায় দোকানিকে ৫০০ টাকা ও মাংসবিহীন দিবসে মাংস বিক্রি করার অপরাধে দুই দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বর্জনের জন্য বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাসাধারণকে নির্দেশনা দেওয়া হয়। এরপর ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বৃদ্ধি এবং মশার বিস্তার রোধে ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে মশকনিধন কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা সহায়তা করেন।
# ১৩.১২.২০২১ চট্টগ্রাম #