চলমান সংবাদ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

চট্টগ্রামের পতেঙ্গায় স্ত্রী হত্যায় দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. রিয়াজ হোসেন পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার বুখাইতলা এলাকার আজমল খলিফার ছেলে। আদালত পুলিশের উপপরিদর্শক আবছার উদ্দীন রুবেল বলেন, ‘পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছিল। ৬ জনের সাক্ষী ও ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি মো. রিয়াজ হোসেনকে মৃত্যুন্ড দেয়া হয়েছে। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। রায় ঘোষণার সময় আসামি এজলাসে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ জানুয়ারি নগরীর পতেঙ্গা থানাধীন খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে রুমা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার প্রায় দুই মাস পর ৩ মার্চ নিহত রুমা বেগমের পিতা সিরাজুল হক বাদী হয়ে রুমার স্বামী রিয়াজকে আসামি করে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র পিপি খন্দকার আরিফুল আলম বলেন, পোশাককর্মী রুমা বেগমকে হত্যার পর প্রথমে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তা স্বাভাবিক মৃত্যু। পরে পুলিশি তদন্তে তা শ্বাসরোধ করে হত্যা হিসেবে প্রমাণিত হয়। নিহত রুমার বাবা মামলার বাদী হলেও ২০১৮ সালে এই মামলার বিচার শুরু হলে বাদী একমাত্র আসামি ভাগিনা রিয়াজকে (রুমার স্বামী) বাঁচাতে মামলা তুলে নিতে আদালতে আবেদন করেন। কিন্তু আদালত তা প্রত্যাখান করে বিচার চালিয়ে নেয়ার নির্দেশ দেন। পরবর্তীতে ১০ জনের সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করা হয়।

# ১২.১২.২০২১ চট্টগ্রাম #