চলমান সংবাদ

বিতর্কিত-সমালোচিত মুরাদ হাসান গোপনে প্রটোকল ছাড়া এসেছিলেন চট্টগ্রাম, মধ্যরাতে আবার ফিরে যান

ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্য এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস হওয়ায় তীব্র সমালোচনার মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামে যান ডা. মুরাদ হাসান। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরের পর চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু’তে যান তিনি। তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা তিনি সেখানে অবস্থানের সময়েই পান। সরকারি সংশ্লিষ্ট দফতরকে অবহিত না করে এবং প্রাপ্য প্রটোকল না নিয়ে সকলের অগোচরে চট্টগ্রামে যান। অশালীন ও অসংলগ্ন কথার জন্য সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে নির্দেশ দেন। সোমবার রাত ৮টার দিকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছেও দেন ওবায়দুল কাদের। কিন্তু এর আগে প্রতিমন্ত্রী মুরাদ হাসান ঢাকা থেকে চট্টগ্রামে চলে যান। চট্টগ্রামে গিয়ে তিনি নগরীর হোটেল রেডিসন ব্লু’তে প্রায় ১৩ ঘণ্টা অবস্থান করে সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সড়কপথে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। হোটেলের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান সোমবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে রেডিসন ব্লু’তে হোটেলে আসেন। এসময় উনার কোন প্রটোকল ছিল না। উনার জন্য হোটেলের একটি রুম বুকিং করা ছিল। তিনি শুধু হোটেল কক্ষেই অবস্থান করেন। রাতে আবার হোটেল ত্যাগ করেন। আর মধ্যরাতে তিনি চট্টগ্রাম ছেড়ে গেছেন বলে সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে জানা গেছে। তথ্য প্রতিমন্ত্রীর চট্টগ্রামে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকেও অবহিত করা হয়নি। এ বিষয়ে অবগত না থাকায় তাকে সরকারি নিয়ম অনুযায়ী কোনো প্রটোকলও দেওয়া হয়নি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চট্টগ্রামে গেলেও বিমানবন্দর কর্তৃপক্ষকে তা জানানো হয়নি। সাধারণত মন্ত্রিসভার সদস্যসহ সরকারি নিয়মে প্রটোকল পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের সফরের আগে আঞ্চলিক তথ্য অফিস, জেলা প্রশাসন এবং নগর অথবা জেলা পুলিশের বিশেষ শাখাকে অবহিত করা হয়। তবে প্রতিমন্ত্রী মুরাদের সফর নিয়ে কোনো সংস্থাকেই কিছু জানানো হয়নি।
# ০৭.১২.২০২১ চট্টগ্রাম #