চলমান সংবাদ

কমিউনিটি সেন্টার এবং ডেকোরেটার্স মালিক সমিতির সাথে কমিউনিটি সেন্টার এবং ডেকোরেটার্স শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা

গতকাল ৬ ডিসেম্বর ২০২১ সোমাবার বিকাল ৩টায় আগ্রাবাদস্থ আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম কমিউনিটি সেন্টার এবং ডেকোরেটার্স মালিক সমিতির সাথে কমিউনিটি সেন্টার এবং ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়ন উত্থাপিত ৮ দফা দাবির ভিত্তিতীক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সেন্টার মালিক সমিতি এবং ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজি সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারন সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, ডেকোরেটার্স মালিক সমিতির সাধারন সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, মোঃ নজ্রুল ইসলাম, বশির আহাম্মদ চৌধুরী, আহাম্মদ নূর মাসুদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আবুল হাশেম চৌধুরী এবং শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা এবং মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, চট্টগ্রাম জেলা এবং মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ পারভেজ অন্যান্যের মধ্যে উপ্সথিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, সিরাজ মিয়া, এম এস রহমান, মোঃ সেলিম, মোঃ জাহাঙ্গীর প্রমুখ।

সভায় শ্রমিকদের পক্ষ থেকে কমিউনিটি সেন্টার শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা এবং ডেকোরেটার্স শ্রমিকদের দৈনিক মজুরি ৭০০ টাকা করার দাবি সহ ৮ দফা দাবি নিয়ে ব্যাপক আলোচনা হয়। শ্রমিকদের দাবির প্রতি মালিক পক্ষ নীতিগতভাবে সহমত পোষণ করেন এবং দাবি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত সংগ্রহের জন্য বশির উদ্দিন আহমেদ কে প্রধান করে কমিউনিটি সেন্টার মালিক সমিতির পক্ষ থেকে ৬ সদস্য বিশিষ্ট কমিটি এবং সাজেদুল আলম চৌধুরি মিল্টন কে প্রধান করে ডেকোরেটার্স মালিক সমিতির পক্ষ থেকে ৬ সদস্য বিশিষ্ট কমিটি এবং মোঃ পারভেজকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট শ্রমিকদের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি সমূহ বিস্তারিত আলোচনা করে পরবর্তীতে শ্রমিকদের ৮ দফা দাবির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হবে সভায় উপস্থিত সকলে ঐইক্যমত্য পোষণ করেন।