চলমান সংবাদ

‘ধর্মঘটের মাধ্যমে ভাড়া বাড়ানো সাজানো নাটক’

ডিজেল, কেরোসিনের দাম বাড়িয়ে সরকারদলীয় পরিবহণ মালিক-শ্রমিকদের ধর্মঘট করিয়ে বাস ভাড়া বাড়ানোর নাটক করা হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে লিফলেট বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। এসময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান জানান, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার জনগণকে নিয়ে ভাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, বিএনপি জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে। সরকারকে এ পথ থেকে ফিরে আসার জন্য বলা হয়েছে। পরিবহনের মালিক–শ্রমিকের সংগঠনকে দিয়ে ভুয়া ধর্মঘট করিয়ে ভাড়া বাড়িয়েছে সরকার। জনগণের ওপর এর চাপ পড়েছে। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা বাজারে যেতে পারছে না। এ সময় জনগণকে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা প্রতিবাদমুখর না হলে সর্বস্তরের মানুষের ওপর যে অত্যাচার চলছে, তা আরও বাড়বে। সর্বস্তরের মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়, সে জন্যই আজকে আমরা লিফলেট বিতরণ করছি।’ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশব্যাপী ৪১ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

প্রসঙ্গত, সম্প্রতি সরকার প্রতি লিটার ডিজেলের মূল্য ৬৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করলে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে টানা তিনদিন ধর্মঘট পালন করে বাস মালিক ও শ্রমিকরা। পরবর্তীতে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসে বিআরটিএ। বৈঠকে ঢাকা মহানগরীতে বাস ভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়। তবে, বৈঠকে জানানো হয় বর্ধিত বাস ভাড়া শুধুমাত্র ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য। সিএনজিচালিত বাসের জন্য নতুন ভাড়া কার্যকর হবে না। এরপর বাস চলাচল স্বাভাবিক হলে ডিজেলচালিত বাসের পাশাপাশি সিএনজিচালিত বাসেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে।