চলমান সংবাদ

বিশ্ববাজারে ডলারের দাম কমেছে

-প্রায় ১৬ মাস পর সোমবার বিশ্বের ছয়টি মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম ০.১৩ শতাংশ কমেছে৷ শুক্রবার ডলার সূচক ছিল ৯৫.২৬৬, যা গতবছর জুলাইয়ের সমান৷

সোমবার এই সূচক ০.১৩ শতাংশ কমে ৯৫.০১২ হয়েছে৷ ডলার সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, ক্যানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাংকের বিপরীতে ডলারের শক্তি কতটা, তা জানা যায়৷ আগস্টের মাঝামাঝি থেকে ডলারের দাম বাড়ছিল৷ বাংলাদেশেও এখন ডলারের দাম বাড়তির দিকে রয়েছে৷ ফলে আমদানিকারকরা ক্ষতির মুখে পড়ছেন৷ তবে লাভ হচ্ছে রপ্তানিকারকদের৷ ডলারের দাম বাড়ার সঙ্গে আমদানি করা পণ্যের দামের সম্পর্ক রয়েছে৷