চলমান সংবাদ

সাম্প্রদায়িক হামলার বিচার নিশ্চিতে সাক্ষীদেরকে সাহসী ভূমিকা রাখতে হবে : আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর এলাকার ৮৬টি পূজা মন্ডপে অনুদানের চেক স্ব স্ব মন্ডপ প্রতিনিধিদের হাতে হস্তান্তর করছেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন
শারদীয় দুর্গোৎসবের সময় যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য মঠ মন্দিরে হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। তবে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে মামলার সাক্ষীদেরকে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখতে হবে। নাহলে এই মামলার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
আজ ৯ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রাম শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মঠ মন্দিরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে ও রিংকু কুমার শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় নেতা সুকুমার চৌধুরী,আশীষ ভট্টাচার্য, হিল্লোল সেন উজ্জ্বল, এড. চন্দন তালুকদার, সুমন দেবনাথ, অসিত দাশ, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর এলাকার ৮৬টি পূজা মন্ডপে মোট ৫লাখ ৮৮ হাজার টাকার অনুদানের চেক স্ব স্ব মন্ডপ প্রতিনিধির হাতে হস্তান্তর করা হয়।
# ০৯/১১/২০২১, চট্টগ্রাম #