চলমান সংবাদ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওয়ারিশন সনদ বাণিজ্য ও ভূমিদস্যুতার অভিযোগ বিচার দাবি করে এলাকাবাসীর মানববন্ধন, স্মারকলিপি পেশ

চট্টগ্রামের আনোয়ারার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওয়ারিশন সনদ বাণিজ্য ও ভূমিদস্যুতার অভিযোগ এনে তার বিচার দাবি করেছেন এলাকাবাসী। ওই ইউপি চেয়ারম্যানকে অপসারণ ও তাকে বিচারের আওতায় আনার দাবিতে গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে আনোয়ারা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও প্রদান করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ৭ নং আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব একজন চিহ্নিত ভূমিদস্যু। তিনি বিভিন্ন সময় এলাকার নিরীহ মানুষের উপর অত্যাচার-নিপীড়ণ চলিয়ে ভিটেহীন করেছে। তিনি ওয়ারিশন সনদ বাণিজ্যের মূলহোতা। তার সীমাহীন অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। অবিলম্বে তাকে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। পাশপাশি আগামীতে অসীম কুমার দেবকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবিও জানান এলাকাবাসী। মানবন্ধন শেষে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের স্মারলিপি প্রদান করা হয়। এসময় তিনি ওয়ারিশন সনদ বাণিজ্য খতিয়ে দেখার আশ্বাস দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুবেল জলদাস, জোটন মিত্র, কাজল দও, রানা সদ্দার, পঙ্কজ সরদার, শংকর সরদ্দার, তিমির চক্রবতী, রাজীব দাশ, শান্ত চৌধুরী, রকেট দত্তসহ আরো অনেকে।

# ০৯.১১.২০২১ চট্টগ্রাম #