চলমান সংবাদ

শুক্রবার থেকে পণ্য ও গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা মালিক-শ্রমিকদের

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে সব ধরণের পণ্য ও গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক ও শ্রমিক সংগঠন। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রামের বিভাগীয় সভাপতি মো. মুছা বলেন, তেলের দাম বাড়ায় বিদ্যমান ভাড়ায় গাড়ি চালিয়ে পোষানো সম্ভব নয়। ধর্মঘটের বিষয়টি আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত। পাশাপাশি চট্টগ্রাম নগর, উত্তর, দক্ষিণ সব এলাকার মালিক ও শ্রমিক সংগঠনগুলো সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ৮০ টাকা করে তেল কিনে গাড়ি চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। বুধবার মধ্যরাত থেকে আমাদের তেল নেয়া বন্ধ হয়ে গেছে। তাই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি। আজকে (বৃহস্পতিবার) অনেক গাড়ির মালিক রাস্তায় গাড়ি নামায়নি। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল বলেন, হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। এভাবে মালিক-শ্রমিকদের পক্ষে গাড়ি চালানো খুব কষ্টকর। এর প্রভাব পড়বে ভাড়ায়। কিন্তু ভাড়া বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। অতীতে বিআরটিএ’র ট্যাক্স-টোকেন ফি কয়েকগুণ বাড়ানো হয়েছিল। তা আর কমানো হয়নি। কোনো দাবি মানা হয়নি। তারমধ্যে এভাবে তেলের দাম বাড়ালে গাড়ি চালানো সম্ভব নয়। তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে পণ্য ও যাত্রীবাহী সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রাখায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ট্রাক-কভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়ন শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়। পাশাপাশি মালিক শ্রমিক ঐক্য পরিষদও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছ।
# ০৪.১১.২০২১ চট্টগ্রাম #