চলমান সংবাদ

তেলের দাম বৃদ্ধি নিত্যপণ্যের বাজারে নতুন করে আগুন ছড়াবে- ক্যাব

চাল-চিনি-তেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। এর সাথে যুক্ত হয়েছে নতুন করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যও দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে। এ অবস্থায় কেরোসিন এবং ডিজেলের দাম বৃদ্ধি নিত্যপণ্যের বাজারে নতুন করে আগুন ছড়াবে এবং ভোক্তা পর্যায়ে মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। কেরোসিন-ডিজেলের দাম বৃদ্ধির কারণে পণ্য পরিবহন, যাতায়াত খাতে ব্যয় বৃদ্ধি থেকে শুরু করে প্রতিটি পণ্য ও সেবার দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়ে জনজীবনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, বর্তমানে নিত্যপণ্যের বাজারে আগুন ছড়াচ্ছে। তাতে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। ফলে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তেলের দাম বৃদ্ধি নিত্যপণ্যের বাজারে নতুন করে আগুন ছড়াবে। পণ্য পরিবহন ও গণপরিবহনের ব্যয় বেড়ে যাবে। খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতকে নতুন করে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা তাদের প্রতিটিা পণ্যের আরেক দফা দাম বাড়িয়ে দিবে। ইতিমধ্যে ব্যবসায়ী ও মজুদদাররা নানা অজুহাতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। বিনা নোটিশে সারাদেশে গণপরিবহন ভাড়া বাড়ানো হচ্ছে। সরকার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাত দেখালেও আনন্দবাজার পত্রিকা ৪ নভেম্বর এক প্রতিবেদনে জানায়- কেন্দ্রীয় সরকার পেট্রোলে লিটার প্রতি ৫ রুপি ও ডিজেলে ১০ রুপি হারে উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করি, সরকার ভারতের দৃষ্টান্তটি বিবেচনায় আনবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল চুরি, দুর্নীতি ও অপচয় বন্ধ না করে এবং জ্বালানি তেলের ওপর শুল্ক না কমিয়ে সাধারণ জনগণের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। নিত্যপণ্যের অস্বাভাবিক যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।
# ০৪.১১.২০২১ চট্টগ্রাম #