শিল্প সাহিত্য

নিজের উপর ভরসা কি রাখি

— খন্দকার সাখাওয়াত আলী

 ( প্রিয় কমরেড ও কবি শাহিদ আনোয়ারকে স্মরণ করে )

তুমি-আমি-আমরা কি
আমাদের ভেতরে খনিজ হিসেবে পাওয়া
মন-মেধা-বুদ্ধি আর শ্রমের প্রাণ শক্তিটা কি চিনি;
নিজের উপর সবটা ভরসা কি রাখি ।
তুমি নিশ্চিয়ই আমার সাথে একমত হবে, কবুল করবে;
আমরা মহাপ্রকৃতিরই ক্ষুদ্র প্রাকৃতিক রূপ;
নিজের শ্রমের আবাদে, সোনা ফলাতে পারো, যে কেউ তাঁর নিজের জীবনে;
আর তাঁর জন্য চাই, লেগে পড়ে থাকার দৃঢ প্রতিজ্ঞ।
হার না মানার প্রতিদিনকার লড়াই
লড়াইয়ের মাঝে জীবনের সত্য আর আনন্দের অনুসন্ধান ।
সাথে বিশ্বাস রেখো, সেই চিরায়িত কথাটার উপর;
শৃঙ্খল ছাড়া শোষিতের হারানোর মত কিছু নেই –
জয় করার জন্য রয়েছে গোটা দুনিয়া ।
এ কথাটিকে আশা করি আক্ষরিক অর্থে বা বুলি হিসেবে, নেবে না তোমরা;
একটু দার্শনিক অর্থে বিষয়টি নেবে, এটুকু তো নিশ্চয় আশা করতে পারি,
বাছাই করার স্বাধীনতা শতভাগ সে তোমার আমার;
নিজের অর্ন্তরসত্ত্বার অর্ন্তরস্বর চিনে নেবার দায়িত্ব ও সিদ্ধান্ত যার যার –
জীবনটা শেষ অর্থে যার যার, যত দ্রুত তা বুঝবে ততই মঙ্গল ।
মানুষ আমরা বাঁচি গুঁটিকয়েক হীরকখন্ডময়
জীবনস্মৃতি বা মুর্হূত্যের দেখা পেতে ।
ব্যাপারটা শেষ অব্দি এমন, আরো সহজ করে বললে যা দাঁড়ায় –
পেয়ে আবার পাবার অপেক্ষায়, কিংবা না পেয়ে অপেক্ষা।
জীবন তরীর যাত্রায়, জীবন এক হীরকখন্ডময় জীবনস্মৃতি ।
সেখানে প্রতি নিয়ত দ্বৈরথের উপস্থিতি
ব্যাষ্টিক আর সামষ্টিক স্মৃতিময় আর আশাময় স্বপ্নরথের ভবিষ্যতময় যাত্রা পথ …
যে গল্পের শুরু আছে, শেষ নেই কোন …
১৫।১০।২০২১। ঢাকা