চলমান সংবাদ

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু

চট্টগ্রামে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১০ অক্টোবর) দুপুরে নগরীর সদরঘাট এলাকায় লরির চাপায় খাদিজা আক্তার উর্মি (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়। এদিকে রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ড উপজেলায় বাইপাসে দাঁড়িয়ে থাকা মাছবোঝাই পিকআপে লরির ধাক্কায় মো. সিয়াম (১০) ও মো. জনি (১৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আমীর ফারুক বলেন, বাইপাসে পিকআপটি দাঁড়ানো ছিল। সেখান থেকে মাছ নামানো হচ্ছিল। এসময় ঢাকামুখী একটি লরি পেছন থেকে এসে পিকআপে ধাক্কা দেয়। পিকআপের সামনে দাঁড়ানো ছিলের মিন্টু(৩৫) ও তার ছেলে সিয়াম। তারা একটি রেস্টুরেন্টে নাস্তা করে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল। আর জনি মাছ বিক্রেতা। মাছ কেনার জন্য পিকআপের সামনে দাঁড়িয়েছিলেন। লরির ধাক্কায় সামনে আসা পিকআপের চাপায় সিয়াম ও জনি ঘটনাস্থলে মারা যায়। আহত হয়েছেন সিয়ামের বাবা মিন্টু। দুর্ঘটনার পরপর লরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এদিকে লরি চাপায় কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়ে সদরঘাট থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, নগরীর ইসলামিয়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী খাদিজা আক্তার উর্মি কলেজে ক্লাস শেষে অদূরে কর্ণফুলী নদীর তীরে নেভাল-টু হিসেবে পরিচিত একটি এলাকায় সহপাঠীদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন। মূল সড়ক থেকে নেমে নেভাল-টুতে পৌঁছানোর পথে পেছন থেকে রড বোঝাই একটি লরি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উর্মিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক লরি ফেলে পালিয়ে গেছে। তবে লরি জব্দ করা হয়েছে।
# ১০.১০.২০২১ চট্টগ্রাম #