চলমান সংবাদ

দেশের মানুষের স্বার্থে সিআরবি রক্ষা করতে হবে।

নাগরিক সমাজ চট্টগ্রামের সমাবেশে বক্তারা বলেন সিআরবি শুধু চট্টগ্রামের সম্পদ না, এটা সারা দেশের সম্পদ, এটা যেমন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আমাদের ঐতিহ্যগত সম্পদও। এটি বাংলাদেশের মানুষের স্বার্থে রক্ষা করতে হবে। সিআরবি রক্ষা ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে নাগরিক সমাজ চট্টগ্রামের নেতৃত্বে চট্টগ্রামের সর্বসাধারণ, আজ রবিবার (১০ অক্টোবর) বিকসল চার টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরও বলেন, চট্টগ্রামে একটি নয়, দশটি হাসপাতাল হোক। কিন্তু প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় কোন হাসপাতাল হতে দেয়া যায় না। যারা সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করতে সেখানে হাসপাতাল নির্মাণের পক্ষ নেবেন, তারা চট্টগ্রামের তথা দেশের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। বক্তারা বলেন, একটি লুটেরা বেনিয়া গোষ্ঠী চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে একটি বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে পাঁয়তারা চালাচ্ছে। স্থাপনা নির্মাণের নামে সরকারি সম্পত্তি লুটপাট ও বাণিজ্য ষড়যন্ত্র করছে। বর্ণচোরা-সুবিধাবাদীরা, যাদের কোন নিজস্ব সত্ত্বা নেই, তারাই সিআরবিতে হাসপাতাল চায়। সিআরবি’তে হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা, শুধুমাত্র ধনীদের স্বার্থ রক্ষাকারী। এটি জনস্বার্থ পরিপন্থি প্রকল্প। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন কবি হোসাইন কবিরের সভাপতিত্বে অবস্থান সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, জাসদ নেতা জসিমউদদীন চৌধুরী বাবুল, সাংবাদিক নেতা রতন কান্তি দেবাশীষ, বেলায়েত হোসেন, শিল্প কলা একাডেমির যুগ সম্পাদক মঈনুদ্দিন কোহেল, খেলাঘর মহানগরের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম চৌধুরী, প্রনব চৌধুরী বনবিহারী চক্রবর্তী, সাবের আহমেদ, মোরশেদ আলম, মোঃ আলমগীর, লেখক দিলরুবা খানম, কবি মিনু মিত্র, আবৃত্তিকার তৈয়বা জহির আরশি, সাজ্জাদ হোসেন জাফর,টিপু দাস গুপ্ত, আকরাম হোসেন,জায়দিদ, মমিনুল ইসলাম,নুরুল আজম প্রমুখ, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির মাসুদ।

#১০/১০/২০২১, চট্টগ্রাম#