চলমান সংবাদ

বেনিয়া গোষ্ঠীর হাতে সিআরবি তুলে দেওয়া যাবে না

– যে কোন মূল্যে প্রাণের সিআরবি রক্ষা করতে হবে

চট্টগ্রাম নগরের ফুসফুস খ্যাত প্রাণ-প্রকৃতিতে ভরপুর একমাত্র মুক্তাঙ্গন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সিআরবি কোনো বেনিয়া গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে না। সিআরবি এলাকা হলো চট্টপ্রামের প্রাকৃতিক অক্সিজেনের অন্যতম ক্ষেত্র। ভূমি বৈচিত্র্য ও প্রান বৈচিত্র্যের অন্যতম প্রধান ক্ষেত্র এই সিআরবি। এতে হাসপাতাল কিংবা অন্য কোন স্থাপনা করলে এর পরিবেশ প্রকৃতি নষ্ট হবে এবং এর প্রভাব চট্টগ্রাম মহানগরের ৭০ লক্ষ মানুষকে ভোগ করতে হবে। তাই সিআরবিতে কোন স্থাপনা নির্মাণ জনস্বার্থ পরিপন্থি প্রকল্প। যে কোন মূল্যে প্রাণের সিআরবি রক্ষা করতে হবে। সিআরবি রক্ষায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রবিবার (০৩ অক্টোবর) বিকেলে নাগরিক সমাজের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, একটি লুটেরা বেনিয়া গোষ্ঠী চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে একটি বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে পাঁয়তারা চালাচ্ছে। স্থাপনা নির্মাণের নামে সরকারি সম্পত্তি লুটপাট ও বাণিজ্য ষড়যন্ত্র করছে। সিআরবিতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর মানুষ, বিভিন্ন সেবাসংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুস্থ ধারার প্রগতিশীল ব্যক্তি সকলেই ঐক্যবদ্ধ হয়েছে। যারা সিআরবিতে স্থাপনা নির্মাণ করতে চাইছে, তারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই সিআরবিতে স্থাপনা নির্মাণ করতে চাইছে। সিআরবিতে হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ প্রকল্পের মাধ্যমে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্র করছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসাইন কবির, সাংবাদিক নেতা কাজী মহসীন, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মজুমদার, নাগরিক সমাজ চট্টগ্রামের যুগ্ম-সচিব আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, স্বপন মজুমদার, সাবেক ছাত্র নেতা ফরিদ নেওয়ায, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন কোহেল,ঋত্বিক নয়ন, প্রনব চৌধুরী,সেলিম আক্তার পিয়াল,সরোয়ার আলম,নারী নেত্রী হাসিনা আক্তার টুনু ,লেখক দিলরুবা খানম,কবি মিনু মিত্র, আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ, সবেক ছাত্র নেতা হাসনাত, বিপ্লব কুমার শীল, নারায়ক দাশ,তাপস দে, সাজ্জাদ হোসেন জাফর, অ্যাডভোকেট অনির্বাণ দত্ত,আব্দুল মজিদ বিপ্লব, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ।
# ০৩.১০.২০২১ চট্টগ্রাম #