চলমান সংবাদ

চট্টগ্রাম শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

 আগামীকাল ৪ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ উপলক্ষে একাডেমি প্রাঙ্গনে আগামীকাল ৪ অক্টোবর ২০২১ ইংরেজি সোমবার থেকে ১০ অক্টোবর ২০২১ ইংরেজি রোববার পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মু. মাহমুদ উল্লাহ মারুফ। স্বঠসু বক্তব্য রাখবেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল আবছার ভূঁঞা। সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে-৪ অক্টোবর সোমবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় কন্য শিশু দিবস উপলক্ষে মেয়ে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা (ভার্চুয়াল), বিকেল ৩টায় শিশু একাডেমি মিলনায়তনে মেয়ে শিশুদের নিয়ে আলোচনা সভা, ৬ অক্টোবর বুধবার সকাল ১০টায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা(ভার্চুয়াল),৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রে শিশুদেও রচনা প্রতিযোগিতা এবং ১০ অক্টোবর রোববার সকাল ১০টায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল ৪ অক্টোবর ২০২১ ইংরেজি সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্টানে শিশুরাসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল আবছার ভূঁঞা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

#৩/১০/২০২১, চট্টগ্রাম#