চলমান সংবাদ

চবি’র শাটল ট্রেন চলবে ১৬ অক্টোবর থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন আগামী ১৬ অক্টোবর থেকে নিয়মিত চলবে। এছাড়া ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ও খোলার চিন্তা-ভাবনা করছে প্রশাসন। শনিবার (২ অক্টোবর) সকালে চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান এই তথ্য জানান। তিনি বলেন, রেল মন্ত্রনালয়ের সাথে আমাদের কথা হয়েছে। আগামী ১৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল করবে। প্রথমদিকে সীমিত পরিসরে চলাচল করবে, পরে স্বাভাবিক করা হবে। সকালের শিডিউলে দুটি ট্রেন আসবে তা আবার পূর্বের শিডিউলে দুপুরে ক্যাম্পাস ছেড়ে যাবে। পাশাপাশি ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে। এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল রুম পরিদর্শন শেষে চবি উপাচার্য ড. শিরীণ আখতার বলেছিলেন, ২০ অক্টোবরের আগে এক ডোজ টিকা নিশ্চিত হলে আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিব। তার কয়েকদিন আগে হলগুলোও খুলে দেয়া হবে। করোনার বন্ধের আগে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা, ৮টা, সাড়ে আটটা (ডেমু), ষোলশহর স্টেশন থেকে সকাল ৯টা ৪৫ মিনিট, সাড়ে ১০টা ও রাত সাড়ে আটটায় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যেতো। ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে সকাল ৮টা ৪৫ মিনিট, ৯টা ২০ মিনিট, সাড়ে ১০ টা (ডেমু), দুপুর দেড়টা, আড়াইটা, সাড়ে ৩টা, বিকাল চারটা, সাড়ে ৫টা ও রাত সাড়ে নয়টায় ট্রেন ছেড়ে যেতো।
# ০২.১০.২০২১ চট্টগ্রাম #