চলমান সংবাদ

মাদক সেবনের টাকার জন্য পিতাকে মারধর, ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে টাকার জন্য পিতাকে মারধর করায় মাদকাসক্ত ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবর) ভোরে নগরের কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাখাওয়াত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রেসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাফরুল আলম চৌধুরীর (৫৯) ছেলে। মামলার এজহার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী বাসার বাথরুমে অজু করছিলেন। এ সময় তার মাদকাসক্ত বড় ছেলে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। তিনি টাকা দিতে না চাইলে ছেলে কিল-ঘুষি লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। এক পর্যায়ে পিতাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন জাফরুল আলম। চিৎকার শুনে ছেলের মা ছুটে এলে তাকেও প্রাণনাশের হুমকি দেয় সন্তান। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় ছেলে বিরুদ্ধে একটি মামলা দয়ের করেন পিতা জাফরুল আলম। জাফরুল আলম চৌধুরী বলেন, ছেলেকে পড়াশোনা করানোর বিভিন্নভাবে চেষ্টা করেও পারিনি। আমার এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কিন্তু বড় ছেলেকে সর্বোচ্চ চেষ্টা করেও পড়াশোনা করানো সম্ভব হয়নি। ছেলেকে এর আগে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করিয়েছি। কিন্তু ফিরে এসে সে প্রতিনিয়ত পরিবারে অত্যাচার চালায়। পাঁচলাইশ মডেল থানার ওসি জাহিদুল কবির বলেন, পিতাকে মারধরের ঘটনায় সন্তান শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের তার জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকসেবনের টাকার জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।
# ০২.১০.২০২১ চট্টগ্রাম #