চলমান সংবাদ

সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে সিপিবির মশাল মিছিল

চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এবং বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা কমিটি। সমাবেশ থেকে অবিলম্বে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শনিবার (২ অক্টোবর) বিকেলে নগরীর সিআরবির শিরিষতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মশাল মিছিল সিআরবিসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও শিরিষতলায় গিয়ে শেষ হয়। সিপিবি, চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল নবী’র সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ‘চট্টগ্রামের সকল শ্রেণি-পেশার আপামর মানুষ সিআরবিতে হাসপাতালের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে এই দাবি আদায়ে রাজপথে অবস্থান নিয়েছে। গত চারমাস ধরে এই দাবিতে রাজপথে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর দাবির প্রতি কোনো সম্মান প্রদর্শন করা হচ্ছে না। সরকার কানে দিয়ে তুলা, পিঠে বেঁধেছি কুলা- নীতি অবলম্বন করছে। কিছু অর্থলোভী, লুটেরা ছাড়া সিআরবিতে হাসপাতালের পক্ষে কেউ নেই।’ সিপিবি নেতারা আরও বলেন, ‘আমাদের দাবি একেবারেই সুনির্দিষ্ট- সিআরবিতে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। সিআরবির বাইরে চট্টগ্রামের অন্য যে কোনো স্থানে আধুনিক মানসম্মত একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করতে হবে। সিপিবি চট্টগ্রামে আর বিত্তবানদের প্রাইভেট হাসপাতাল চায় না। সিপিবি চায়, গরীব-শ্রমজীবী মানুষের জন্য সরকারি উদ্যোগে আধুনিক চিকিৎসা সুবিধা। সরকারের এই ধরনের কর্তৃত্ববাদী একগুঁয়ে আচরণের ফল ভালো হবে না। অবিলম্বে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল করে সিআরবির বাইরে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিন। না হলে সিপিবি চট্টগ্রামের জনগণকে নিয়ে ঘেরাও-অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
# ০২.১০.২০২১ চট্টগ্রাম #