চলমান সংবাদ

চট্টগ্রামের ফুসফুস সিআরবি ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান

শত বছরের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনি-পেশার ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের সমাবেশে বক্তারা এই আহবান জানান। সমাবেশের ফাঁকে ফাঁকে গান-আবৃত্তি পরিবেশন করা হয়। সমাবেশে বক্তাগণ বলেন, শতবছরের ঐতিহাসিক সিআরবি আসাম বেংগল রেলওয়ের প্রধান কার্যালয়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই সিআরবি ধ্বংস করে বাণিজ্যিক বেসরকারি হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। সিআরবিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ১০জন শহীদের কবরস্থান রয়েছে। এছাড়া নববর্ষসহ সাংস্কৃতিক কর্মকা-ের প্রধান কেন্দ্রবিন্দু, চট্টগ্রাম মহানগরীর মানুষের শ্বাস নেওয়ার উম্মুক্ত স্থান এই সিআরবি। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিআরবিতে হাসপাতালের নামে অত্যন্ত গোপনীয় কায়দায় ৬০০ শতক রেলভূমি ইজারার মাধ্যমে ধ্বংস করার আয়োজন চলছে। রেলওয়ে হাসপাতালটিকে ননহ্যারিটেজ এলাকা দেখিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামে সদস্য সচিব আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, ১৪ দলীয় জোট নেতা জসিমউদ্দীন বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোসাইন কবির, সাবেক ছাত্রনেতা শাহাজাহান চৌধুরী, আবৃত্তিকার রাশেদ হাসান, প্রনব চৌধুরী,, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সম্পাদক মোরশেদ আলম চৌধুরী, মাহবুব রহমান, মুশতাক আহমদে, হুমায়ুন কবির মাসুদ, ডা. আরকে দাশ রুবেল, দিলরুবা খানম, কবি মিনু মিত্র, আরফাতুল মান্নান ঝিনুক, নারয়ন দাশ, সাজ্জাদ হোসেন জাফর, মোহাম্মদ সাকিব, এম ইউ সোহেল প্রমুখ। গান পরিবেশন করেন সেবাঘর সংঘের আনন্দ প্রকৃতি, বাবলা চৌধুরী, অমল কৃঞ্চ নাথ, রিপন নাথ প্রমুখ। বক্তাগণ বলেন, আমরা হাসপাতাল নির্মাণের পক্ষে কিন্তু সিআরবি ধ্বংস করে ঐ স্থানে নয়। নেতৃবৃন্দ শত বছরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষায় সকল মুক্তিযোদ্ধা, রেলকর্মচারি, চট্টগ্রামবাসি, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

# ১৮.০৯.২০২১ চট্টগ্রাম #