চলমান সংবাদ

মহানগর আওয়ামীলীগের স্মরণ সভায় বক্তারা

অধ্যাপক পুলিন দে ছিলেন রাজপথের সাহসী সৈনিক

ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রয়াত অধ্যাপক পুলিন দে’র স্মরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ অধ্যাপক পুলিন দে বঙ্গবন্ধুর আদর্শকে আমৃত্যু ধারণ করে গেছেন। বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ স্পৃহায় তিনি ছিলেন সাহসী যোদ্ধা। রাজপথের আন্দোলনে ছিলেন অকুতোভয় সৈনিক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত অধ্যাপক পুলিন দে’র স্মরণানুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, ব্রিটিশ বিরোধী লড়াই-সংগামে মাস্টার দা সূর্য সেনের সহযোদ্ধা অধ্যাপক পুলিন দে আমৃত্যু রাজপথেই ছিলেন। তাঁর মতো ত্যাগী ও আত্মনিবেদিত রাজনৈতিক নেতার এখন বড়ই অভাব।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

# ১৮.০৯.২০২১ চট্টগ্রাম #