চলমান সংবাদ

প্রায় ১০০ কোটি টাকা আত্মসাত করে বিলাসবহুল জীবনযাপন

চট্টগ্রামের ব্যবসায়ীকে ঢাকা থেকে গ্রেপ্তার বিভিন্ন ব্যাংক থেকে নেয়া ঋণের প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করে মেসার্স জুবলী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক হোসাইন হায়দার আলী। ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ঢাকায় একটি অভিজাত বাড়ি বানান। দীর্ঘ ১০ বছর ধরে আত্মগোপনে থেকে ঢাকায় বিলাসবহুল জীবনযাপন করছিলেন তিনি। বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে আদালতে দায়ের করা কয়েকটি মামলার বিচার শেষে আদালত বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশেষে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, ২০১২ সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘ ১০ বছর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন ব্যবসায়ী হোসাইন হায়দার আলী। বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করে। মামলাসমূহের বিচার কার্যশেষে বিজ্ঞ আদালত বিভিন্ন মামলায় প্রায় ১০০ কোটি টাকার অর্থদন্ড প্রদান করেন এবং আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। আসামীর বাড়ি এবং প্রতিষ্ঠান কোতোয়ালী থানাধীন হওয়ায় উক্ত গ্রেপ্তারি পরোয়ানাসমূহ কোতোয়ালী থানায় আসে। গোপন সংবাদে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামীর খোঁজ পাওয়া যায়। পরে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ডিএমপি’র সহযোগীতায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে কোতোয়ালী থানায় ১০টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়। ওসি নেজাম বলেন, নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তিনি ওই টাকা দিয়ে ঢাকায় একটি অভিজাত বাড়ি বানায়। সে বাড়িতে তার পরিবারসহ বিলাসবহুল জীবনযাপন করে।
# ১৮.০৯.২০২১ চট্টগ্রাম #