চলমান সংবাদ

সিআরবিই একটি প্রাকৃতিক হাসপাতাল, এখানে নতুন করে হাসপাতাল চাই না

 নাগরিক সমাজ আয়োজিত সাইকেল র‌্যালিতে বক্তারা সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে চট্টগ্রাম জুড়ে চলছে আন্দোলন। সেই আন্দোলনে আজ ভিন্নমাত্রা যোগ করেছে নগরীতে বের হওয়া বিশাল এক সাইকেল র‌্যালি। র‌্যালির সামনে কোমলমতি শিশুরা সাইকেল চালাচ্ছে। পেছনে আরও দেড়শ তরুণ সাইকেল নিয়ে ছুটছে। শনিবার বিকালে এমন দৃশ্য দেখা গেছে চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলোতে। বিকেলে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, প্রফেসর ড. ইদ্রিস আলী, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান চৌধুরী, প্রফেসর হোসাইন কবির, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, শিল্পী আলাউদ্দিন তাহের, হুমায়ূন কবীর মাসুদ প্রমুখ। র‌্যালিতে অংশ নেয় বায়েজিদ সাইকেল রাইডার্স, দ্বিচক্রযান, এফএনএফ রাইডার্স, সিআরএ স্টান্ট রাইডার্স, রোড স্টান্ট রকার্স ও স্মাইল বাংলাদেশের সদস্য বৃন্দ। বক্তব্য রাখেন, স্মাইল বাংলাদেশের নজরুল ইসলাম, সিআরএ স্টান্ট রাইডার্সের এডমিন তাসকিন, বায়েজিদ সাইকেল রাইডার্সের আবদুল্লাহ আল সাইফ, দ্বিচক্রযানের সুফিয়ান সিরাজী, এফএনএফ রাইডার্সের মোহম্মদ আলী এবং রোড স্টান্ট রকার্সের এ জে রাফি। তারা বলেন, সিআরবি আমাদের প্রাণ। আমরা গল্প করতে এখানে আসি, সাইকেল প্র্যাকটিস করতে এখানে আসি। শুধু আমরা কেন, এখানে একটি দিনের জন্যও পা পড়েনি, এমন মানুষের সংখ্যা এ নগরীতে হাতে গোণা। তাই আমাদের প্রাণের সিআরবি ধ্বংস হোক তা আমরা চাই না। তারা আরও বলেন, হাসপাতালের কথাই যদি বলি, সিআরবিইতো একটি প্রাকৃতিক হাসপাতাল। তাই গুটি কয়েক মানুষের চিকিৎসার জন্য এখানে হাসপাতাল নির্মাণের যারা চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ। আমরা নাগরিক সমাজের এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং এ আন্দোলন যতদিন চলমান থাকবে অঅমরা আসবো সংহতি জানাতে।

# ০৪/০৯/২০২১ চট্টগ্রাম #