চলমান সংবাদ

ট্রাক-কাভার্ডভ্যান-ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক পরিষদের ১০ দফা দাবি আদায়ে আল্টিমেটাম

-২৭-২৮ সেপ্টেম্বর কর্মবিরতির হুশিয়ারি

কাগজপত্র চেকিং’র নামে পুলিশী হয়রানি-চাঁদাবাজী বন্ধ, ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিরসণ, প্রতিটি জেলা ট্রাক টার্মিনাল নির্মানসহ ১০ দফা দাবি জানিযেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এই ১০ দফা দাবি পূরণ না হলে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালনের হুমকি দিয়েছে সংগঠনটি। শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে আল্টিমেটাম দেযা হয়। সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আয়েজনে কর্মসূচিতে বক্তারা বলেন, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের প্রাণের এই ১০ দফা দাবিগুলো আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালনসহ আন্দোলন অব্যাহত থাকবে। ১০ দফা দাবির মধ্যে রয়েছে, ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে সহজ শর্তে লাইসেন্স প্রদান, পণ্য পরিবহনের সময় মালামাল চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণ, এসব অপকর্মের সঙ্গে জড়িত ড্রাইভার, মালিক বা ট্রান্সপোর্ট এজেন্সিসহ সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বর্ধিত আয়কর প্রত্যাহার করে করোনাকালে আগের মতো জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেওয়া, সড়ক-মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি, চাঁদাবাজি, মাসিক মাসোহারা বন্ধ করা। সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহবায়ক মো. নুরুল আবছারের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে প্রধান অতিথি ছিলেন ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মো. রুস্তম আলী খান। প্রধান বক্তা ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, সদস্য সচিব তাজুল ইসলাম, শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুসা, প্রাইমমুভার ওনার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দীক প্রমুখ।

# ০৪.০৯.২০২১ চট্টগ্রাম #