চলমান সংবাদ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া আগের নাশকতা মামলায় আটক ৭

 চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আগের নাশকতা মামলায় সন্দেহভাজন ৭ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অয়োজন করা হয়। সমাবেশে যোগ দিতে আসা কাজীর দেউড়ি মোড়ে বিএনপির মিছিল থেকে বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর পুলিশ ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় ৭ জনকে আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে কয়েকজন হলেন- উত্তর পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবরশাহ থানা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ ও মো. আনোয়ার, বিএনপি নেতা মোহাম্মদ ইউসূফ। নগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান বলেন, নাসিমন ভবনের মাঠে নগর বিএনপির পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছিল। সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসার পথে কাজীর দেউড়ি এলাকায় পুলিশ হামলা চালিয়ে ৮/১০ জন নেতাকর্মীকে আটক করেছে। ধাওয়া চলাকালে পুলিশের লাঠির আঘাতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ ধাওয়া দিয়ে ছাত্রভঙ্গ করে দেয়। আগের নাশকতা মামলায় সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণপূর্বক যাচাই-বাছাই করে যাদের শনাক্ত করা হবে, তাদের গ্রেপ্তার দেখানো হবে। # ০২.০৯.২০২১ চট্টগ্রাম #