চলমান সংবাদ

সিআরবিতে ইউনাইটেডের হাসপাতাল নির্মাণ করতে দেয়া হবেনা

“সিআরবি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়,জনগণের সম্পদ।জনগণের মতামত উপেক্ষা করে সিআরবিতে ইউনাইটেডের হাসপাতাল নির্মাণের চুক্তি ও সিদ্ধান্ত জনগণ মানেনা।সেই অবস্হাই আজ চট্টগ্রামে তৈরী হয়েছে।চুক্তির পর থেকে চট্টগ্রামবাসী যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে প্রমাণ হয় রেলওয়ের সাথে ইউনাইটেডের চুক্তি সম্পূর্নই গণবিরোধী ও অনৈতিক। সরকারকে চট্টগ্রামবাসীর মতামত ও মনোভাবকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। না হয় এই ধারণাই জনমনে তৈরী হবে যে, সরকার আর মাফিয়া ইউনাইটেডের মধ্যে জনগণের সম্পদ লুন্ঠনের ঐক্য তৈরী হয়েছে।”-সিআরবি রক্ষা মঞ্চ’র ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ বিকেল ৪টায় শুভপুর বাসস্ট্যান্ডের সামনে এক পথ সমাবেশে বক্তাগণ এই কথাগুলো বলেন। সিআরবি রক্ষা মঞ্চ’র সমন্বয়ক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রক্ষা মঞ্চের সহসমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি রাজা মিঞা, সহসমন্বয়ক অধ্যাপক মোঃ আমির উদ্দিন,গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমি,জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩)সদস্য সচিব এডভোকেট আমীর আব্বাস,সাম্যবাদী আন্দোলন জেলা সমন্বয়ক অপু দাশগুপ্ত, বাসদ জেলা কমিটির সদস্য মহিনউদ্দিন,বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক,গণ অধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান,বিপ্লবী তারেকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের প্রকৌশলী সিঞ্চন কুমার ভৌমিক এবং কদমতলী এলাকাবাসীর পক্ষে হাজী গোলাম মহিউদ্দিন,সাজ্জাদ হোসেন জাফর প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিআরবিতে এসে শেষ হয়।

# ১৬.০৮.২০২১ চট্টগ্রাম #