চলমান সংবাদ

সিআরবিকে বেনিয়া গোষ্ঠীর হাত থেকে রক্ষা করতেই হবে

সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, জনতা যখন জেগে উঠে, তখন যেকোন প্রতিরোধ বালির বাঁধের মতো ভেঙে যায়। জনতার আন্দোলনে সিআরবিকে বেনিয়া গোষ্ঠীর হাত থেকে রক্ষার মধ্য দিয়ে আবারো প্রমাণ হবে চির সত্য কথাটির। যুগে যুগে তার প্রমাণ দিয়েছে বীর জনতা। দেড় মাস ধরে স্বত:স্ফূর্ত যে আন্দোলন চলছে, তার স্বস্তি মিলবে একমাত্র সিআরবিতে হাসপাতাল নির্মাণের চুক্তি বাতিলের মধ্য দিয়ে। শনিবার (১৪ আগস্ট) বিকেলে নাগরিক সমাজ, চট্টগ্রামের অবস্থান কর্মসূচি ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তাগণ এ কথা বলেন। নাগরিক সমাজ, চট্টগ্রামের ব্যানারে সিআরবি রক্ষার এমন অরাজনৈতিক আন্দোলন আজ চট্টগ্রামের প্রতিটি মানুষের মনের কথাটিই বলছে। তাই বিকেল হলেই সিআরবির সমাবেশে যাওয়ার জন্য এতোটা তাড়না বা প্রাণের তাগিদ অনুভব করে মানুষ। দেড় মাস ধরে মানুষের স্রোত মিলেছে সিআরবিতে। চট্টগ্রামের ফুসফুস রক্ষার দাবিতে দল-মত নির্বিশেষে এ গণ জাগরণ জমে উঠে দুপুর গড়িয়ে গেলেই। মিলেমিশে এক দাবিতে সোচ্চার রয়েছে মানুষ দিনের পর দিন ধরে। একাত্তরে এভাবেই বঙ্গবন্ধুর ডাকে সকলেই ছুটে এসেছিল অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল হতে। আর এখন মানুষ আসছে নতুন প্রজন্মের আহবানে, চট্টগ্রামের ফুসফুসকে রক্ষা করতে। একাত্তরে যুদ্ধের কোন অভিজ্ঞতা ছিল না, কিন্তু আজ তরুণ প্রজন্মকে প্রেরণা ও শক্তি যোগাচ্ছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধাগণ। চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সিআরবি রক্ষার আন্দোলন।

# ১৪.০৮.২০২১ চট্টগ্রাম #