চলমান সংবাদ

খুলনার রূপসায় সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচারের দাবি

সিপিবি’র খুলনার রূপসায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরে আমরা পদার্পণ করেছি। কিন্তু দেশ চলছে মুক্তিযুদ্ধের চেতনা ও ধারার বিপরীত পথ ধরে। রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে মদদ দেওয়া হচ্ছে। সরকার সাম্প্রদায়িক অপশক্তির ‘পরামর্শ’ মেনে চলছে। নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা চলেছে। কিন্তু হামলার যথাযথ বিচার হচ্ছে না। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, সরকার এখন ব্যস্ত রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সাম্প্রদায়িক গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে। দেশ ও মানুষ বাঁচাতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর চেরাগি পাহাড় চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে সাম্প্রদায়িক হামলা এবং হিন্দু সম্প্রদায়ের কয়েকটি মন্দির, বেশকিছু দোকানপাট ও বসতবাড়ি ভাংচুরের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সিপিবি চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য মো. জাহাঙ্গীর, উত্তম চৌধুরী, নুরুচ্ছাফা ভূঁইয়া, অমৃত বড়ুয়া, প্রমোদ বড়ুয়া, প্রদীপ ভট্টাচার্য, সাইফুদ্দিন সাকু, নারীনেত্রী রেখা চৌধুরী, রাহাতউল্লাহ্ জাহিদ, অমিতাভ সেন প্রমুখ। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত সকল দুর্বৃত্ত এবং তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে দেশকে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারায় অগ্রসর করার লক্ষ্যে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তিকে শক্তিশালী করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

# ১৪.০৮.২০২১ চট্টগ্রাম #