চলমান সংবাদ

সিআরবিতে হাসপাতাল নির্মাণের চক্রান্ত চট্টগ্রামবাসী প্রতিহত করবে

– রেলের ডিজি ধীরেন্দ্রনাথকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা ও অপসারণ দাবি

সিআরবি রক্ষা মঞ্চের মশাল মিছিল অনুষ্ঠিত “রেলের ডিজি ধীরেন্দ্রনাথ ঔদ্ধতের সীমা ছাড়িয়ে গিয়েছেন।সিআরবি রক্ষার দাবিতে আন্দোলনরত চট্টগ্রামবাসীকে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন,”চিন্তার কিছু নেই।সিআরবিতে হাসপাতাল হবেই।“ আপনি কাকে আশ্বস্ত করছেন?ইউনাইটেডকে?পুরো চট্টগ্রামবাসীর বিরুদ্ধে দাঁড়িয়ে ইউনাইটেড গ্রুপের স্বার্থরক্ষা করছেন কেন?একজন যুগ্মসচিব পদমর্যাদার আমলা হয়ে এ ঔদ্ধত্য দেখানোর সাহস আপনি কোথায় পেলেন? আমরা হুঁশিয়ারি দিতে চাই, চট্টগ্রামের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে চট্টগ্রামের মাটিতে পা রাখবেন, এ আমরা হতে দেবোনা। সিআরবিতে হাসপাতাল করার চক্রান্ত চট্টগ্রামবাসী প্রতিহত করবে। “ আজ শুক্রবার সন্ধ্যায় সিআরবি রক্ষা মঞ্চ আয়োজিত মশাল মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে ডাঃ মাহফুজুর রহমান এ কথা বলেন। তিনি অবিলম্বে রেলের ডিজি ধীরেন্দ্রনাথ কুমারের অপসারণ দাবি করেন। এরপর ‘সিআরবি ধ্বংস করে, হাসপাতাল হবেনা’,সিআরবি আমার মা,ধ্বংস হতে দেব না,” “save save CRB,Save Chottogram”, “সিআরবিতে হাসপাতাল করবে যারা, জনগণের শত্রু তারা” ইত্যাদি স্লোগানে স্লোগানে উচ্চকিত মশাল মিছিল সিআরবি থেকে শুরু হয়ে বিআরটিসি, স্টেশন রেড হয়ে নিউমার্কেট মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আজ ১৩ আগস্ট সিআরবি সাত রাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন রাজনীতিবিদ রাজা মিঞা, রেল শ্রমিক নেতা রিজওয়ানুর রহমান খান, অধ্যাপক আমির উদ্দিন, গণঅধিকার চর্চা কেন্দ্রের মশিউর রহমান খান, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, রাজনীতিবিদ হাসান মারুফ রুমি,অপু দাশগুপ্ত, আমির আব্বাস তাপু, মহিনউদ্দিন, শফি উদ্দিন কবির আবিদ, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, চিকিৎসক ডাঃ সুশান্ত বড়ুয়া, সংস্কৃতিকর্মী ইন্দ্রানী ভট্টাচার্য্য,নারীনেত্রী আসমা আক্তার, রাজনীতিবিদ সত্যজিৎ বিশ্বাস,ভিকি নাথ, আইনজীবি বিশুময় দেব, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, সংগঠক ফরহাদ জামান জনি, এলাকাবাসী শান্তনু দাশ, ইয়ুথ ফোরামের নোমানউল্লাহ বাহার, ছাত্রনেতৃবৃন্দ দীপা মজুমদার, রায়হানউদ্দিন, এ্যানি চৌধুরী, কাজী আরমান, রিপন বড়ুয়া প্রমুখ।

# ১৩ আগষ্ট ২০২১, চট্টগ্রাম #