চলমান সংবাদ

চট্টগ্রামে মডার্না ও সিনোফার্মের টিকাদান বন্ধ, টিকাকেন্দ্রে মানুষের প্রচন্ড ভিড়

মজুত শেষ হয়ে যাওয়ায় চট্টগ্রাম নগরে মডার্না ও সিনোফার্মের টিকাদান বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়েছে। এ ঘোষণা আসার পর বৃহস্পতিবার নগরীর প্রায় সব টিকা কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরে দেখা গেছে, এসএমএস পেয়েও অনেকে টিকা নিতে পারেননি। তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ চালু রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে সিনোফার্মের প্রথম ডোজ প্রদান চালু রয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার মধ্যরাতে বিষয়টি জানান। হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. আবদুর রব মাসুম জানান, বৃহস্পতিবার থেকে মডার্না ও সিনোফার্মের টিকাদান বন্ধ রাখা হয়েছে। তবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান চলবে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ‘ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মডার্না ও সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ভ্যাকসিন এলে শিগগির টিকাদান কর্মসূচি চালু করা হবে।’ তিনি জানান, যারা এসএমএস পেয়েছেন তারা সবাই বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। যারা এসএমএস পাননি অথবা ডিলিট হয়ে গেছে তারা আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। তবে উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকাদান কর্মসূচি অব্যাহত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, মডার্নার টিকার মজুদ শেষ হওয়ায় আপাতত টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। অবশ্য অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ চলবে। টিকা পাওয়া সাপেক্ষ টিকা কার্যক্রম আবারও চালু করা হবে। তবে কিছু টিকা মজুদ থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গতকাল বৃহস্পতিবারও (১২ আগস্ট) প্রথম ডোজ টিকা দেওয়া যাবে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, আমাদের হাতে কিছু টিকা মজুদ রয়েছে। যা দিয়ে আজ (বৃহস্পতিবার) টিকা কার্যক্রম চালানো হলেও আগামীকাল (শুক্রবার) থেকে বন্ধ থাকবে টিকা কার্যক্রম। কোভিশিল্ডের টিকার দ্বিতীয় ডোজ চালু থাকবে।
# ১২.০৮.২০২১ চট্টগ্রাম #