চলমান সংবাদ

বাসায় গিয়ে টিকাদান, গ্রেপ্তার দুইজন একদিন করে রিমান্ডে

নগরীতে ঘরে বসে টিকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই জনকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন। এরআগে গত মঙ্গলবার খুলশী থানা পুলিশ তাদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, ‘ঘরে বসে টিকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুজনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে বৃহস্পতিবার প্রত্যেকের বিরুদ্ধে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।’ প্রসঙ্গত টিকাকেন্দ্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকার জন্য মানুষ যখন হাহাকার, ঠিক তখনই নগরীর খুলশীতে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ঘরে বসে বীরদর্পে টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গ্রেপ্তার হন টিকাগ্রহণকারী আর টিকা নিতে সহযোগিতাকারী। গত ৮ আগস্ট মধ্যরাতে টিকাগ্রহণকারী হাসান ও পরদিন সকালে হাসানকে টিকা নিতে সহযোগিতাকারী মো. আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৯ আগস্ট চসিক’র কাপাসগোলা ইপিআই জোনের মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে হাসান-আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় স্বাস্থ্যকর্মী বিষু দে, ও আরেক টিকাগ্রহণকারী সাজ্জাদকেও আসামি করা হয়। বর্তমানে তারা পলাতক রয়েছেন। ‘সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের’ অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দন্ডবিধির ৩৮০/৪০৬/৪২০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। টিকা প্রদানকারী সিটি কর্পোরেশনের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ টিকাকেন্দ্রে দায়িত্বরত বিষু দে বরখাস্ত হন এবং তদন্ত কমিটি গঠন করা হয়।
# ১২.০৮.২০২১ চট্টগ্রাম #