চলমান সংবাদ

আবাসিক হল বন্ধ রেখেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত, চবি শিক্ষার্থীদের ক্ষোভ-হতাশা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত ও অসমাপ্ত পরীক্ষা আগামী ১৬ আগস্টের পর সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শতভাগ টিকা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কিন্তু আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। এছাড়া চবি ক্যাম্পাসও চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে। কঠোর লকডাউনের কারণে শিক্ষার্থীরা দূর-দূরান্তের বাড়িতে চলে গিয়েছিল। এখন পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীরা তাদের বাড়ি থেকে ফিরে আসবে। কিন্তু থাকবে কোথায় ? আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ ও দাবি জানাই, আবাসিক হল খুলেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হোক। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চলমান/স্থগিত/অসমাপ্ত পরীক্ষাসমূহ সমাপ্তে গঠিত কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) সেয়দ মনোয়ার আলী বলেন, গত ১৫ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ২৪০তম সভায় আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়। বিভাগগুলো রুটিনও ঘোষণা করে। সে সময় করোনা পরিস্থিতি অবনতির দিকে গেলে পরীক্ষা স্থগিত করা হয়। লকডাউন শিথিল করায় আগামী ১৬ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভাগসমূহ স্থগিত পরীক্ষাসমূহ নিতে পারবে। তবে পরীক্ষার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হলেও শতভাগ টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত আবাসিক হল খোলা হবে না। তিনি আরও বলেন, করোনা মহামারি যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য অর্ডিন্যান্স প্রণয়ন করা হবে। এ ক্ষেত্রে অনলাইনে ক্লাস নেওয়া, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি কিরূপ হবে তা নির্ধারণ করার জন্য বিভাগের সভাপতিকে অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। ডিনরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা স্থগিত পরীক্ষাসমূহ সমাপ্তির লক্ষ্যে গঠিত কমিটির নিকট পাঠাবেন। তিনি বলেন, বুধবার চবি উপাচার্যের দফতরে স্থগিত পরীক্ষাসমূহ সমাপ্তির লক্ষ্যে গঠিত কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি।
# ১২.০৮.২০২১ চট্টগ্রাম #